গাজীপুরের বি ও এফ আক্রমণ, গাজীপুর
বর্তমান বাংলাদেশের গাজিপুরে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা রয়েছে এটি পাকিস্তানা আমলে স্থাপিত হয়। পাকবাহিনীর কাছে এ মিলিটারি স্থাপনাটি খুব গরুত্বপূর্ণ ছিল কারণ তারা পর্যাপ্ত রেশন, গোলাবারুদ ও স্বয়ংক্রিয় অস্ত্র এখানে মজুদ করে রেখেছিল। প্রায় এক কোম্পানি সৈন্য এখানে অবস্থান নিয়ে এ সমরাস্ত্র কারখানাটিকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করে রেখেছিল। ১৯৭১ সালের ডিসেম্বরের মাসের শুরু থেকেই গাজীপুরের মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর এ দুর্ভেদ্য ঘাটিটি দখল করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে কয়েকবার আক্রমণ পরিচালনা করে কিন্ত ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৯৭১ এর ১৫ ডিসেম্বরের মিত্র বাহিনীর সহায়তায় পাকবাহিনীর এ শক্ত অবস্থানে অপর বোম্বিং করে হয়। এতে পাকবাহিনীর প্রচুর ক্ষতি সাধিত হয়। সমরাস্ত্র কারখানার এই যুদ্ধে সমরাস্ত্র কারখানার অনেক কর্মচারী ছাড়াও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করেন। তাদের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন উল্লেখযোগ্য।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত