You dont have javascript enabled! Please enable it!

৭ এপ্রিল ১৯৭১ঃ তিন জনকে ক্যাপ্টেন পদমর্যাদায় সেনাবাহিনীতে নিয়োগ

এ মেজর আবু ওসমানের কাছে ক্যাপ্টেন আজম ছাড়া আর কোন অফিসার ছিল না। যুদ্ধের জন্য তার কাছে ঝিনাইদহের এসডিপিও মাহবুব উদ্দিন, মেহেরপুরের এসডিও তৌফিক ইলাহি চৌধুরী এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাংলার অধ্যাপক সফিক উল্লাহ। মেজর ওসমান ঐ দিনই এক আদেশ বলে তিনজনকে ক্যাপ্টেন পদে আত্তীকরণ করেন।
নোটঃ পরে তারা ৩ জনই সাব সেক্টর কম্যান্ডার হিসাবে ৮ ও ৯ নং সেক্টরে যুদ্ধ করেন।