গজারিয়া পুল যুদ্ধ, নেত্রকোনা
মুক্তাঞ্চল নান্দিয়াপাড়া দখলের জন্য পাকবাহিনী নয়বার ব্যর্থ চেষতা চালাত প্রতিবারই মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলে। সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে এই প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়। ১৩ জুন প্রথমবারের মতো পাকবাহিনীর একটি বিশাল দল প্রবেশের চেষ্টা করলে মুক্তাঞ্চল থেকে ৩ কি.মি০ পূর্বে নোয়ালায় গজারিয়া পুল নামক স্থানে সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়। ৪ ঘন্টাব্যপী এই যুদ্ধে পাকিস্তানী বাহিনীর একজন কমান্ডারসহ ৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এই যুদ্ধে ২ জন বেসামরিক লোক শহীদ হন। পরবর্তীকালে এ স্থানে আরও পাঁচ বার প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়।
[৭] মোঃ জাহাঙ্গীর আলম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত