গজারিয়া যুদ্ধ, বেগমগঞ্জ, নোয়াখালি
নোয়াখালীর বেগমগঞ্জ থানার গজারিয়াতে ১৯৭১ সালে ৪ জুলাই পাকবাহিনী পুনরায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ চালায়। তারা যে আক্রমণ চালাবে এটি পুর্বেই দুরদর্শী সুবেদার লুৎফর রহমান, সুবেদার শামছুল হক এবং সুবেদার ওয়ালীউল্লাহ বুঝতে পেরেছিলেন, তাই তারা আগে থেকেই প্রস্তুত ছিলেন। সুবেদার লুৎফর রহমানের কামান্ডে এই যুদ্ধ পরিচালিত হয়। সুবেদার ওয়ালীউল্লাহ, হাবিলদার মন্তাজ, আব্দুল হামিদ, আব্দুল শহীদসহ প্রায় শতাদিক মুক্তিযোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করেন। উত্তর অঞ্চলের সকল মুক্তিযোদ্ধা দ্রুত এসে এই যুদ্ধে যোগ দেন। এই যুদ্ধ সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত চলে রাস্তার দুই পার্শ্বের গাছগুলো গুলিতে ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত পাকবাহিনী ব্যর্থ হয়ে টেকনিক্যাল ফিরে আসে। তাদের ৪/৫ জন সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনজন আহত হন। জুলাই মাসের ১১ তারিখে রাজাকার ও পাক হানাদারবাহিনির কুখ্যাত দালাল সাহেবের হাট এজবইলিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে গভীর রাতে মুক্তিযোদ্ধারা তার নিজ বাড়ি আক্রমণ করে তাঁকে হত্যা করে।
[৪৪] জোবাইদা নাসরীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত