গণকপাড়া অ্যামবুশ, বগুড়া
গণকপাড়া বগুড়া জেলা থেকে আনুমানিক ১৮/১৯ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। ১৯৭১ সালের অক্টোবর মাসের ২৫ তারিখে মুক্তিযোদ্ধার একটি দল নারচি গ্রামে অবস্থান করছিল। এই সময় মুক্তিযোদ্ধা জনাব রেজাউল বাকীতার দল নিয়ে এই দলের সঙ্গে যোগ দেন। পাকবাহিনী নারচিতে মুক্তিবাহিনীর অবস্থানের সংবাদ পেয়ে ২৭/২৮ তারিখ রাতে মুক্তিবাহিনীকে আক্রমণের জন্য বাঁশগাড়ী গ্রামে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধারা রাতেই এ তথ্য পেয়ে বাঁশগাড়ী আক্রমণের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক জনাব শোকরানার নেতৃত্ব দুই শতাধিক মুক্তিযোদ্ধার একটি দল বাঁশগাড়ী গ্রামের পশ্চিম দিকে অবস্তান নেয় এবং রাতের শেষভাগে পাকবাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে। প্রায় তিন ঘন্টা গুলিবিনিময় হয়। সন্ধ্যার পর পাকসেনারা পিছু হটে বাঁশগাড়ী গ্রামের দিকে অবস্থান নেয় এবং ভোরবেলায় ফুলবাড়ীর দিকে চলে যায়। এ যুদ্ধে ৪ জন পাকসেনা নিহত হলেও মুক্তিযোদ্ধাদের পক্ষে কেউ হতাহত হয়নি।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত