You dont have javascript enabled! Please enable it!

খিচা হাই স্কুল যুদ্ধ, ময়মনসিংহ

মমনসিংহ জেলার ফুল্পুর থানার অন্তর্গত খিচ হাই স্কুলে ছিল স্থানীয় রাজাকার বাহিনীর ক্যাম্প। ৭ই নভেম্বর মধ্যরাতে মুক্তিবাহিনীর কমান্ডার আব্দুল হালিম এর নেতৃত্বে ৮৫ জন এবং কমান্ডার শামসুদ্দিনের নেতৃত্বে ৩২ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা দল সম্মিলিতভাবে ঐ ক্যাম্পে আক্রমণ করে। আক্রমণ চলাকালে শত্রুর গুলিতে কমান্ডার শামসুদ্দিনের দু’টি পা ক্ষত-বিক্ষত হয়ে যায়। এমতাবস্থায় হাতের উপর ভর দিয়ে ক্রলিং করে ঘটনাস্থল থেকে শামসুদ্দিন একটু দূরে সরে আসলে কমান্ডার আব্দুল হালিম ও জবেদ আলী তাঁকে উদ্ধার করেন। ৪ ঘণ্টা ব্যাপি এই যুদ্ধে রাজাকার বাহিনীর অনেক সদস্য আত্নসমর্পণ করে এবং অন্যরা অবস্থান ছেড়ে পালিয়ে যায়।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন-আব্দুল হালিম, জবেদ আলী, আবুল হাসেম, আশরাফুজ্জামান সেলিম, ইন্নাছ আলী, আনছার আলী, আব্দুল বারিক সরকার, ইসমাইল হোসেন, সামছুদ্দিন। আব্বাছ আলী, আব্দুস সালাম প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত