You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | খোলাবাড়ির যুদ্ধ, নাটোর - সংগ্রামের নোটবুক

খোলাবাড়ির যুদ্ধ, নাটোর

১৯৭১ সালের আগস্ট থেকে মুক্তিবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধারা দেশে ফিরে এসে যুদ্ধে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েন। নাটোর সদর থানার মাধবনগর খোলাবাড়িতে ৮ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এ যুদ্ধে পাকবাহিনীর সঙ্গে অনেক রাজকার অংশ নেয়। ১৫/১৬টি বড় নৌকায় ভারি অস্ত্রসহ তারা অগ্রসর হতে থাকে। পথে মুক্তিযোদ্ধারা তাদের ওপর অতর্কিত আক্রমণ করে বসে। দু’দিনব্যাপী এই যুদ্ধে পাকবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হয়। পাকবাহিনীর ১০/১১টি নৌকা মুক্তিবাহিনী ডুবিয়ে দিতে সক্ষম হয়। এখানে সংঘটিত যুদ্ধে মুক্তিযোদ্ধা রাজ্জাক শহীদ হন। স্বাধীনতার পর তার স্মরণে খোলাবাড়িয়া গ্রামের নামকরণ রাজ্জাকের নামে রাখার কথা হলেও আজও তা কার্যকর করা হয়নি।
[৫৮২] রণেন্দ্র চন্দ্র রায়, এম জাহিদুল ফরহাদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত