খটক, মেজর
অপরাধঃ মেজর খটক শরীয়তপুর জেলার সকল হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের জন্য দায়ী। ২২ মে তার নেতৃত্বে পাকহানাদার ও তাদের দোসররা শরীয়তপুরের মধ্যপাড়া গ্রামে আক্রমণ চালায়। এখান থেকে তারা ৩০ জন পুরুষকে ধরে নিয়ে হত্যা করে। ৫০ জন গৃহবধূ ও যুবতীকে মধ্যপাড়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি ও মন্দিরে ধরে নিয়ে পালাক্রমএ ধর্ষণ করে। নির্যাতনের পর তিনজন মহিলা ছাড়া বাকি সবাইকে মাদারীপুর জুট মিল সংলগ্ন এলাকায় নিয়ে হত্যা করে। ভেদরগঞ্জ থানার গৈড্যা সৈড্যাতে আট মাস ধরে পরিচালিত নারী নির্যাতন ও হত্যাযজ্ঞের জন্যও সে দায়ী
মেজর খটক শরীয়তপুরে সংঘটিত গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী সকল অপরাধের নেতৃত্ব দেয়। মেজর খটক ও তার সহযোগীদেরকে তাদের কৃত অপরাধের জন্য অভিযুক্ত করা যায়।
[১৪] ডা.এম.এ.হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত