You dont have javascript enabled! Please enable it!

ক্যাথলিক ক্লাবের নিকটে চৌমোহনায় ট্রান্সফরমার আক্রমণ, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরে অবস্থিত ক্যাথলিক ক্লাবের নিকটে চৌমহনার ট্রান্সফরমার আক্রমণ করা হয়। ক্যাথলিকদের আমেরিকা ও পাক সমর্থনের কারণে এই অভিযান পরিচালনা করা হয়েছিল। এই অভিযান পরিচালনা করে নুরুল আলম মন্টু ও ৮/১০ জন মুক্তিযোদ্ধা সহ পল রবিনসন নামের একজন খ্রিস্টান। সন্ধ্যা ৭টায় নুরুল আলম মন্টুর নেতৃত্বে ৪ জন মুক্তিযোদ্ধা ১০/১৫ মিনিটের মধ্যেই ট্রান্সফরমার এলাকায় পৌঁছান। ১ জন পর্যবেক্ষণ করেন। অন্যজন রাস্তার উপরে পাহারা দেন, শত্রু দেখলে পাখির ডাক দিয়ে সতর্ক করবেন বলে অন্য ২ জন মন্টু ও পল বিদ্যুৎ পাইলনটিতে বিস্ফোরক বাঁধেন এবং ফিউজে অগ্নিসংযোগ করেন। এর পরপরই ট্রান্সফরমারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুক্তিযোদ্ধারাও দ্রতু স্থান ত্যাগ করে। এভাবেই একটি সফল অভিযান শেষ হয়।
[৫৯৭] কে.এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!