খলিফারহাট রাজাকার ক্যাম্প আক্রমণ, নোয়খালি
২০ আগস্ট ১৯৭১। সুবেদার শামসুল হক ও সরাফতের নেতৃত্বে নোয়াখালীর খলিফারহাট রাজাকার ক্যাম্পের উপর আরেকটি অপারেশন চালানো হয়। রাত দু’টার সময় পরিচালিত এই অপারেশন দু’জন রাজাকার জখম হলে রাজাকাররা ক্ষুব্ধ হয়ে আশে পাশের বাড়িতে অত্যাচার শুরু করলে মুক্তিযোদ্ধারা খবর পেয়ে রাজাকারদের উপর প্রবলভাবে আক্রমণ করে এবং ২ জন রাজাকারকে অস্ত্রসহ জীবন্ত ধরে ফেলে। বাকি কয়েকজন রাজাকার অস্ত্র ফেলে চলে যায়। মুক্তিযোদ্ধারা সেখান থেকে ৬টি অস্ত্র পায় এবং সেই রাজাকারদের বিচারের মাধ্যমে দাদপুর প্রাইমারী স্কুলের সামনে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে।
[৪৪] জোবাইদা নাসরীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত