খসির গ্রামের ভাঙ্গনি সেতু ধ্বংস, সিলেট
খশির ভাঙ্গনি সেতুটি অবস্থিত সিলেটের বিয়ানীবাজার সড়কের দক্ষিণে কুশিয়ারা নদীর পাড়ে। পাকিস্তানীদের পৈশাচিক নির্যাতন বন্ধের জন্য খশির গ্রামের ভাঙ্গনির সেতু ধ্বংস করার সিদ্ধান্তে গৃহীত হয়। ৪০ জন মুক্তিযোদ্ধারা একটি দল গঠন করা হয় সেতু ধ্বংস করার জন্য। তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা রুহুল আহমদ চৌধুরী বাবু কমান্ডার নির্বাচিত হন। আরো ছিলেন রফিকউদ্দিন, ডা. খলিলুর রহমান, আবু তাহের, সাহাবউদ্দিন, আহবাব আহমেদ চৌধুরী, বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা আবুল বাতেন তপাদার, খায়রুল আলম, এঁকে এম জাহাঙ্গীর, নিজামউদ্দিন, বেলার আহমদ প্রমুখ। পরিকল্পনা মোতাবেক ১২ জুলাই রাতে দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সেতুতে বিস্ফোরক দ্রব্য স্থাপন করে। অগ্নিসংযোগ করার কয়েক মূহূর্ত আগে আহবারের হাতের রাইফেল থেকে একটি বুলেট তারই ডান হাতে বিদ্ধ হয়। এই আওয়াজে আওয়ামী লীগ নেতা আবদুল বাতেন তপাদার রাস্তা থেকে উদ্দেশ্যহীনভাবে ফায়ার করতে শুরু করেন। এদিকে গুলির শব্দ শত্রু বিনা বাধায় ঘটনাস্থলে এসে পড়লে মুক্তিযোদ্ধারা পিছু হটে যায়। ফলে সেতুতে অগ্নিসংযোগ করা যায়নি। এ অপারেশনটি মুক্তিযোদ্ধারা সফল করতে পারেনি।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত