খাগাউড়া রাজাকার ক্যাম্প আক্রমণ, হবিগঞ্জ
খাগাউড়া বানিয়াচঙ্গের একটি প্রসিদ্ধ গ্রাম। এই গ্রামে মুক্তিযুদ্ধের চিফ অব স্টাফ কর্নেল (পরে মেজর জেনারেল) মোহাম্মদ আবদুর রব জন্মগ্রহণ করেন। ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তৈয়ব খানসহ একদল মুক্তিযোদ্ধা খাগাউড়া রাজাকার ক্যাম্প আক্রমণ করে। এই হামলায় কোন রাজাকার আহত বা নিহত না হলেও মুক্তিযোদ্ধারা বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। এই অভিযানে ১৮ জন রাজাকার আত্মসমর্পণ করে।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত