কৃষ্ণপুর যুদ্ধ, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা সদর থেকে প্রায় ১৫/১৬ কিলোমিটার দক্ষিণে যাদবপুরের (বিওপি) পাশে কৃষ্ণপুর গ্রাম অবস্থিত। বর্তমানে গ্রামটির নাম পরিবর্তন করে ইসলামপুর রাখে হয়েছে। ’৭১ সালে এই গ্রামের সঙ্গে থানা সদরের তেমন কোন যোগাযোগ ছিল না। পার্শ্ববর্তী চৌগাছা (বর্তমানে যশোর জেলার একটি থানা) এবং বর্ণী ক্যাম্পের পাকিস্তানীরা এই কৃষ্ণপুর হয়ে যাদবপুরে আসা করত। যাওয়া আসার পথে তারা বেশ কয়েকবার অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের শিকার হয়েছে।
অক্টোবর মাসের ২৯ তারিখে প্রায় ৫০ জন পাকিস্তানী সৈন্যের একটি দল বর্ণী থেকে যাদবপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে কৃষ্ণপুরে তারা মুক্তিযোদ্ধাদের আক্রমণের শিকার হয়। পাকিস্তানী সৈন্যরা পূর্ব থেকেই মুক্তিযোদ্ধাদের এমন আক্রমণের জন্যে মানসিকভাবে প্রস্তুত ছিল এবং যে কোন আক্রমণ প্রতিহত করার জন্য তাদের প্রস্তুতিও ছিল। পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদের এই দলটি অন্যান্যবারের মত গেরিলা আক্রমণ করে পাকিস্তানীদের মধ্যে ভীতি সৃষ্টি করে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তাদের পক্ষে তা সম্ভব হয় নি। ফলে শহীদ হতে হয়েছে টিম লিডার ইপিআর আব্দুস সাত্তারসহ ৭ জনকে। বাকি ৬ জনের মধ্যে আবু দাউদ এবং আনিস উদ্দিন আর কারো লাশ সনাক্ত করা যায় নি। কয়েকজন পাকিস্তানী সৈন্যও এখানে মারা যায় বলে গ্রামবাসী জানিয়েছেন।
বি এম রেজাউল করিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত