কৈগ্রাম সেতু অভিযান, চট্টগ্রাম
বেঙ্গরা হাসপাতালের কাছে ছিল কৈগ্রাম সেতু। পটিয়াতে অবস্থিত। রাজাকাররা এই সেতুটি নিয়ন্ত্রণ করছিল। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন করিম সহ ২৫/৩০ জন রাতে ১২টার পর ঐ সেতুর নিকটে অবস্থান নেন। মুক্তিযোদ্ধারা সেতুর লোহার রশিতে বিস্ফোরক লাগিয়ে ব্রিজটি উড়িয়ে দেন ও তারপর হাজী আকবরের বাড়িতে নিরাপদ আশ্রয়ে চলে যান।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত