You dont have javascript enabled! Please enable it! কোতোয়ালী থানায় গ্রেনেড হামলা, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

কোতোয়ালী থানায় গ্রেনেড হামলা, চট্টগ্রাম

কোতায়ালী থানায় একদল মিলিশিয়া থাকত। তাদেরকে বিতাড়িত করার জন্য মুক্তিযোদ্ধা নূর আহমদের দল থানায় হামলা করার সিদ্ধান্ত নেন। সন্ধ্যার দিকে ট্যাক্সি নিয়ে কোতোয়ালীর সামনে এসে থামা মাত্রই, ১জন গ্রেনেড ছুড়ে মারে।। দুঃখের বিষয় গ্রেনেড ভিতরে না পড়ে থানার বাইরে পড়ে। তবে অপর জন ঠিক থানার ভেতরে তাঁর গ্রেনেড নিক্ষেপ করেন। ডিউটিরত পুলিশ তাদের তাড়া করলে দুজন মুক্তিযোদ্ধা ট্যাক্সি থেকে নেমে জনগণের সাথে মিশে যান। তারা কোনো রকমে পালিয়ে গেলেও ট্যাক্সির ড্রাইভার ধরা পড়ে।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত