You dont have javascript enabled! Please enable it!

কোতোয়ালী থানার সামনের ট্রান্সফরমারে হামলা, চট্টগ্রাম

চট্টগ্রাম শহরের কোতায়ালী থানার সামনের ট্রান্সফরমারে অভিযানে পরিচালনা করা হয় ডিসেম্বর মাসের প্রথম দিকে। ডাক্তার মাহফুজ, ইঞ্জি, হারুন ও নুরুল আলম মন্টু মুক্তিযোদ্ধাদের বিভিন গ্রুপে ভাগ করে নেন। কোতায়ালীর সামনে অবস্থান নেন মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন, সাথে আরো ৩ জন মুক্তিযোদ্ধা থানার সামনেও চারদিকে গুলিবর্ষণ শুরু করে। গুলির ভয়ে প্রহরারত রাজাকার-আলবদররা সামনে থেকে পালিয়ে গেলে এই সুযোগে মুক্তিযোদ্ধারা দ্রতু বৈদ্যুতিক পাইলনটিতে বিস্ফোরক লাগিয়ে অগ্নিসংযোগ করেন। এই অভিযান সফল হয়। এই অভিযানে আরো অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা সাব্বির, রফিক, এয়াকুব ও টুনু।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত