কোতোয়ালী থানার সামনের ট্রান্সফরমারে হামলা, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের কোতায়ালী থানার সামনের ট্রান্সফরমারে অভিযানে পরিচালনা করা হয় ডিসেম্বর মাসের প্রথম দিকে। ডাক্তার মাহফুজ, ইঞ্জি, হারুন ও নুরুল আলম মন্টু মুক্তিযোদ্ধাদের বিভিন গ্রুপে ভাগ করে নেন। কোতায়ালীর সামনে অবস্থান নেন মুক্তিযোদ্ধা নুরুউদ্দিন, সাথে আরো ৩ জন মুক্তিযোদ্ধা থানার সামনেও চারদিকে গুলিবর্ষণ শুরু করে। গুলির ভয়ে প্রহরারত রাজাকার-আলবদররা সামনে থেকে পালিয়ে গেলে এই সুযোগে মুক্তিযোদ্ধারা দ্রতু বৈদ্যুতিক পাইলনটিতে বিস্ফোরক লাগিয়ে অগ্নিসংযোগ করেন। এই অভিযান সফল হয়। এই অভিযানে আরো অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা সাব্বির, রফিক, এয়াকুব ও টুনু।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত