৭ এপ্রিল ১৯৭১ঃ দিল্লীতে তাজউদ্দিন
এ দিনে তাজ উদ্দিন দিল্লিতে বিএসএফ রেস্ট হাউজেই ছিলেন। এ দিন তারা বিএসএফ এর লিগ্যাল এডভাইজার কর্নেল এমএস বাইন্স সহ বিএসএফ ডিজি (ওয়েস্ট বেঙ্গল) গোলক মজুমদার, বিএসএফ আইজি রুস্তমজি, মেজর জেনারেল (অব) নরিন্দার সিংহ, রেহমান সোবহান, প্রফেসর আনিসুর রহমান, সিরাজুল হক বাচ্চু (আইন মন্ত্রীর পিতা) প্রমুখের সাথে সরকারের রূপরেখা, ঘোষণাপত্র, অন্য নেতাদের খুজে বের করা, অফিস, ফান্ড, বেতার কেন্দ্র প্রতিষ্ঠা, রাজধানী স্থাপন, শপথ গ্রহন বিষয়ক আলোচনা করেন এবং সিদ্ধান্তে পৌঁছেন।