You dont have javascript enabled! Please enable it!

কাশীপুর ইউনিয়নে পাকআর্মিদের উপর আক্রমণ, নারায়ণগঞ্জ

পাকবাহিনীরা নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের গ্রামবাসীদের জিনিসপত্র লুটপাট করত। মুরগী, ছাগল ধরে নিয়ে যেত। এর প্রতিকারের জন্য সেপ্টেম্বর মাসে জানে আলমের নেতৃত্ব অপারেশন হয়। তাঁর সঙ্গে অংশগ্রহণ করেন রউফ, বাচ্চু, আজমীর, করিম দেওয়ান ও নাদিম। মুক্তিযোদ্ধারা আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি গ্রাম হটে রওনা হয়ে রাতে জানে আলমের বাসায় আশ্রয় নেয়। সেখান থেকে অপারেশন স্থলে যান। পাকআর্মিদের গ্রামের মধ্যখানে দিয়ে ঢুকতে দেখামাত্রই মুক্তিযোদ্ধারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। একটু পড়ে পাকআর্মিরা তিন দিক থেকে গ্রামের ভেতর প্রবেশ করতে থাকে। মুক্তিযোদ্ধারা হঠাৎ লক্ষ্ করেন পাকআর্মিরা দু’দিক হতে গুলি করতে করতে গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। মুক্তিযোদ্ধারা শত্রুর গুলি জবাব দিতে দিতে পিছু হটে আসেন। মুক্তিযোদ্ধা জানে আলমের গুলিতে একজন পাকআর্মি নিহত হয়। অনেক পাকআর্মি আহত হয়।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!