কালিয়াকৈরের ত্রিমুখী যুদ্ধ, গাজীপুর
গাজীপুর জেলা সদর থেকে উত্তর পশ্চিমে কালিয়াকৈর থানা অবস্থিত। ১৯৭১ সালের ১০/১২ ডিসেম্বর কালিয়াকৈর পুরাতন থানা এলাকায় অবস্থিত পাকসেনাদের ওপর মুক্তিবাহিনী ত্রিমুখী আক্রমণ চালায়। কমান্ডার আব্দুল হাকিমের নেতৃত্বে ৩০ জন মুক্তিযোদ্ধার একটি দল কালিয়াকৈর থেকে তুরাগের শাখা অতিক্রম করে স্কুল কমপ্লেক্স এলাকায়, প্লাটুন কমান্ডার আখতারুজ্জামানের নেতৃত্বে ২০/২২ জনের একটি দল লতিফপুরের ব্রিজে এবং প্লাটুন কমান্ডার বি এইচ এম আফসার এর নেতৃত্বে এক প্লাটুন চাপাইর ব্যাপারী পাড়া থেক পুরাতন থানা কমপ্লেক্স হামলা করে। প্রায় ৫ ঘন্টা ধরে এ যুদ্ধ চলার পর পাকবাহিনী আত্মসমর্পণে রাজি হয়। এ যুদ্ধে ১৯ জন পাকসেনা নিহত হয় এবং শতাধিক পাকসেনা কাশিমপুরে ভারত-বাংলাদেশ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এই যুদ্ধে কালিয়াকৈর পাল পাড়ায় মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র দাস শহীদ হন।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত