কালিগঞ্জ বাজার আক্রমণ, সিলেট
সিলেটের জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার থানা সদর থেকে ১৫ কি.মি উত্তরে অবস্থিত। এখানে বেশ কিছু জায়গায় রাস্তার ওপর পাকিস্তানী বাহিনী ক্যাম্প স্থাপন করে। মুক্তিযোদ্ধারা পাকিস্তানীদের ব্যস্ত রাখার জন্য ১৫/২০ জন নিয়ে একটি দল গঠন করে এখানে একটি অপারেশন পরিচালনার জন্য। এ দলের দায়িত্ব অর্পণ করা হয় আশরাফুল হকের উপর। বাকীরা হলেন জসিম উদ্দিন, শামসুজ্জামান, বদিউদ্দিন, প্রদীপ, আশরাফ উদ্দিন চৌধুরী বাবুল প্রমুখ। অক্টোবর মাসের ২য় সপ্তাহে মুক্তিসেনারা নির্দেশ অনুযায়ী চারদিক ঘেরাও করে গোলাবৃষ্টি শুরু করে। এই আক্রমণে উপায়ন্তর না দেখে পাকিস্তানীরা পালিয়ে যাওয়াকে কে শ্রেয় মনে করে পালিয়ে যায়।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত