You dont have javascript enabled! Please enable it!

কালিগঞ্জ সেতু ধ্বংস, সিলেট

সিলেটে সুরমা নদীর তীরে কালিগঞ্জ সেতু। সেপ্টেম্বরের শেষের দিকে ১৫/২০ জন নিয়ে গঠিত হয় একটি দল সেতুটি ধ্বংস করার জন্য। যার নেতৃত্ব দেন আশরাফুল হক। রাত তিনটায় আবুল কাশেম, রফিকুল হক, আশরাফ উদ্দিন চৌধুরী বাবুল, শামসুজ্জামান, আতাউর রহমান ও জসিম উদ্দিন সেতুতে বিস্ফোরক স্থাপন করে। পর দিন ভোরে এটি বিস্ফোরিত হলে মারা যায় পাক বেলুচ রেজিমেন্টের ক্যাপ্টেন বসারত ও ৩ সহযোগী। কিন্তু গ্রামবাসীকে পরে চরম মূল্য দিতে হয়।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!