You dont have javascript enabled! Please enable it! কালিগঞ্জের যুদ্ধ, যশোর - সংগ্রামের নোটবুক

কালিগঞ্জের যুদ্ধ, যশোর

যশোর শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে একটি অতি গুরুত্বপূর্ণ থানা কালিগঞ্জ অবস্থিত। যশোর থেকে একটি পাকা রাস্তা উত্তর দিক দিয়ে কালিগঞ্জ-ঝিনাইদহ হয়ে মাগুরা চলে গেছে। একইভাবে যশোর থেকে রেলপথও কালিগঞ্জে চলে গেছে। ভারতের সাথে কালিগঞ্জ পাকা রাস্তা দিয়ে যোগাযোগ থাকায় কালিগঞ্জের গুরুত্ব-অপরিসীম। এ এলাকার যুদ্ধগুলোর মধ্যে মান্দারতলা ও দুলাল মন্দিয়ার যুদ্ধ অন্যতম।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত