You dont have javascript enabled! Please enable it!

কামদেবপুরের যুদ্ধ -৩, মেহেরপুর

৮ অক্টোবর গোলান্দাজ সহায়তাসহ ল্যান্সনায়েক আমানুল্লাহর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা কামদেবপুরের শত্রু অবস্থানের ওপর প্রবল হামলা চালায়। অন্ততপক্ষে ৫ জন পাকসেনা নিহত হয়। এ যুদ্ধে অংশগ্রহন করে গোপালনগরের আকরামুল হক, খবিরউদ্দিন, তারিক, আঃ রকিব, হাড়ভাঙ্গার জিল্লুর রহমান, আশরাফুল, মামুনুর রশিদ, মোহাম্মুদপুরের তাহাজ, পাশা প্রমুখ মুক্তিযোদ্ধা। এ দি নিয়মতি বাহিনীর টহল দল গোভীপুরের পাক-অবস্থানে হামলা করলে কমপক্ষে ৩জন পাকসেনা হতাহত হয়। সপক্ষের রেজাউল হক নামে একজন আহত হয়।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!