কামারজানী ক্যাম্প আক্রমণ, গাইবান্ধা
নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধারা কামারজানী ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। কামারজানী হচ্ছে গাইবান্ধা জেলার সদর থানার ছোট একটি নদী বন্দর। গাইবান্ধা শহরের পূর্ব প্রান্তে কালাসোনার চরে মাহবুব এলাহী রঞ্জুর কোম্পনী ইতোমধ্যে বেশ কয়েকটি শক্ত প্রতিরক্ষা ব্যুহ রচনা করে ফেলে। মুক্তিবাহিনীর দল এই এলাকা থেকে কামারজানী ক্যাম্প আক্রমণ করে। তুমুল যুদ্ধের পর শত্রু অবস্তান ছেড়ে চলে যায়।
[৫৮৬] অমিত কুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত