কাথুলির যুদ্ধ-২, মেহেরপুর
সাহেবনগর ক্যাম্প থেকে পাকসৈন্যরা কাজীপুরের অদূরে মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা অবস্থানের ওপর মাঝেমধ্যেই আক্রমণ করে। এ আক্রমণের জবাব দেয়ার জন্য সুবেদার কাশেমের নেতৃত্বে মুক্তিযোদ্ধার একটি প্লাটুন ২ জুলাই শিকারপুর অ্যাকশন ক্যাম্প থেকে এগিয়ে আসে। কিন্তু প্রথমে তারাই আক্রান্ত হয়। এরপর পাকসেনারা এগিয়ে এলে মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণ হানে। এনে কমপক্ষে ৬ জন পাকসৈন্য হতাহত হয়। এদিন কাথলি বিওপিতেও মুক্তিযোদ্ধারা পাকসৈন্যদের ওপর প্রবল আঘাত হানে। কমান্ডার বশীর আহমেদের নেতৃত্বে আফাজ, টুনু, মান্নান, ছোট, রুমী, বরকত, আফফান প্রমুখ মুক্তিযোদ্ধা। এ যুদ্ধে অংশ নেয়। কাথুলি ক্যাম্পের একজন পাকসৈন্য নিহত এবং ২ জন আহত হয়।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত