You dont have javascript enabled! Please enable it!

কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার

মনিরুল ইসলাম মনির, কালিহাতী, টাঙ্গাইল
ব্রিগেডিয়ার ফজলুর রহমান, টাঙ্গাইল
সুবেদার নবী নেওয়াজ খান, কালিহাতী, টাঙ্গাইল
মেজর হাবিবুর রহমান বীরবিক্রম, গলাগণ্ডা, ঘাটাইল, টাঙ্গাইল
রবিউল আলম গেরিলা, টাঙ্গাইল
লোকমান হোসেন, বেতুয়া, সখিপুর, টাঙ্গাইল
রেজাউল করিম, বগুড়া
লাবিবুর রহমান, কালিয়াকৈর, গাজিপুর
সৈয়দ গোলাম মোস্তফা বীরপ্রতিক, গোলড়া, কালিহাতী, টাঙ্গাইল
শওকত মোমেন শাহজাহান, সখিপুর, টাঙ্গাইল
জয়নাল আবেদীন, নাগরপুর, টাঙ্গাইল
খন্দকার হাবিবুর রহমান, বামনহাটা, ভূঞাপুর, টাঙ্গাইল
আসাদুজ্জামান আরজু, বলরামপুর ভুঞাপুর, টাঙ্গাইল
রিয়াজ উদ্দিন তালুকদার, দেওপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল
আজাদ কামাল, মির্জাপুর, টাঙ্গাইল
আব্দুস সবুর খান বীরবিক্রম, টাঙ্গাইল
কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল, কালিহাতী, টাঙ্গাইল
নূর হোসেন তালুকদার আঙুর, গোপালপুর, টাঙ্গাইল
আব্দুল হামিক, মেদুর, সরিষাবাড়ি,
আলী হোসেন খান লালটু, ঝনঝনিয়া, বাশাইল, টাঙ্গাইল
আব্দুর রাজ্জাক ভোলা, মধুপুর, টাঙ্গাইল
এন, এ , খান আজাদ, টাঙ্গাইল
খোরশেদ আলম তালুকদার, ঘাটাইল, টাঙ্গাইল
জহুরুল হক চাঁঞ মিঞা, ব্রাক্ষণশাসন, ঘাটাইল, টাঙ্গাইল
হাবিবুল হক খান বেনু, কোলাহা গৌরাঙ্গী, ঘাটাইল, টাঙ্গাইল
খসরু মিঞা বীরপ্রতিক, রতনপুর, ঘাটাইল, টাঙ্গাইল
বকুল মিঞা, ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল
ফজলুল হক বীর প্রতীক, উকিলদা, ঘাটাইল, টাঙ্গাইল
সাইদুর রহমান বীরপ্রতিক কালিহাতী, টাঙ্গাইল
ফেরদৌস আলম রঞ্জু, পাইকরা, কালিহাতী, টাঙ্গাইল
আব্দুল গফুর বীরপ্রতীক, সখিপুর, টাঙ্গাইল
আনোয়ার হোসেন পাহাড়ী, সিরাজগঞ্জ
তারা মিঞা, গোপালপুর, টাঙ্গাইল
ইউনুস তালুকদার
আব্দুল হাকিম তালুকদার, ভাবলা, কালিহাতী, টাঙ্গাইল
আমান উল্লাহ, হাকিমপুর, কালিহাতী, টাঙ্গাইল
আব্দুল হাকিম, ভালুকা, ময়মনসিংহ
আফসার আলী, ভালুকা, ময়মনসিংহ
বায়েজীদ আলম, করটিয়া, টাঙ্গাইল
মতিয়ার রহমান খান মতি, বাশাইল, টাঙ্গাইল
আব্দুল গফুর, কাউলজানি, বাশাইল, টাঙ্গাইল
মাঈন উদ্দিন, বাশাইল, টাঙ্গাইল
মকবুল হোসেন খোকা, মুক্তাগাছা
খন্দকার জহিউর হক ডিপটি, বাশাইল, টাঙ্গাইল
ইদ্রিস আলী, বরচওনা, সখিপুর, টাঙ্গাইল
আনিসুর রহমান, সরিষাবাড়ি, জামালপুর
আব্দুস সাত্তার খান আলমগীর, নাগরপটুর, টাঙ্গাইল
শহীদ হাবিবুর রহমান, সিংগুলি, কালিহাতী, টাঙ্গাইল
হুরমুজ আলী, ফুলবাড়িয়া, ময়মনসিংহ
আব্দুল খালেক, ঘাটাইল, টাঙ্গাইল
নূরুল ইসলাম, কোণাবাড়ি, গোপালপুর, টাঙ্গাইল
লুৎফুর রহমান, সরিষাবাড়ি, জামালপুর
গোলাম সরোয়ার
তমছের আলী
সোলেমান
রফিকুল ইসলাম
শামসুল হক
গোলাম মোস্তফা
ফারুক ইকবাল
ইউসুফ আলী প্রমুখ
কাদের সিদ্দিকী ১৯৭১-এর জুন মাসে সখিপুর কাদেরীয়া বাহিনীর হেডকোয়ার্টারে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সখিপুর দাতব্য চিকিৎসালয়ের মেডিক্যাল অফিসার ডাক্তার নিজামুদ্দীনকে হাসপাতালের রোগীদের চিকিৎসার দায়িত্ব দেয়া হয়। ডাক্তার নিজামুদ্দীনের সাথে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্র শাহজাদা চৌধুরী, সখিপুরের আমজাদ হোসেন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাঁ সেবায় সহযোগিতা করেন। ভুঞাপুর অঞ্চলে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাঁ সেবায় এগিয়ে আসেন ডাক্তার আলীম উদ্দিন আহমেদ। গাবসারা কালিগঞ্জের ডাক্তার মনিন্দ্র নাথ সাহাও বিভিন্ন সময়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাঁ করেন।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!