কান্দাপাড়ায় আক্রমণ, নারায়নগঞ্জ
১৩ ডিসেম্বর বুড়িগঞ্জা নদীর পাশে কান্দাপাড়া নামক স্থানে পাকআর্মিদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সংঘর্ষ হয়। পাকআর্মিরা বুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে গানবোটে যাচ্ছিল। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোঃ আলী, আমিন বুড়িগঙ্গা নদীর পশ্চিম তীর হতে নদী পার হয়ে ফতুল্লা হরিহরপাড়ার দিকে আসার পতে হঠাৎ পাকআর্মিরা তাদের দেখামাত্র লক্ষ্য করে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা ইটখোলার পেছনে পজিশন নিয়ে ফায়ার করেন। অনেকক্ষণ গোলাগুলি হয়। পাকসেনাদের সংখ্যা অধিক হওয়ায় মুক্তিযোদ্ধারা পিছু হটে যান।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত