কাজিরহাট বাজার যুদ্ধ, নোয়াখালি
২২ আগস্ট বিএলএফ জেলা কমান্ডার মাহমুদুর রহমান বেলায়েতের নির্দেশে তিনি সহ ডা. মোহাম্মদ উল্লাহ নোয়াখালির সেনবাগ থানার কাজিরহাট যুদ্ধ পরিচালনা করেন। ২৫০ জন পাকসেনা, মিলিশিয়া ও রাজাকার মুক্তিযোদ্ধাদের চারদিক থেকে ঘিরে ফেলে, সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত যুদ্ধ চলে। ১২৫ জন মুক্তিযোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করেন। ৫ জন মুক্তিযোদ্ধা এই যুদ্ধে শহীদ হন। পাকসেনা ও রাজাকার মিলিশিয়াদের পক্ষে আনুমানিক ৩০ হতে ৩৫ জন নিহত হয়। ৩ সেপ্টেম্বর ১৯৭১ সকাল নয়টায় হানাদারবাহিনী রামহরি তালুক ঘেরাও করে এবং গুলি করে বহু লোক হত্যা করে। যাদের মধ্যে নুরুদ্দিন, সাহাবুদ্দিন, আনা মিয়া, হেঞ্জু মিয়া প্রমুখ উল্লেখযোগ্য।
[৪৪] জোবাইদা নাসরীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত