You dont have javascript enabled! Please enable it!

কাটেংগা রাজাকার ক্যাম্প দখল, খুলনা

কাটেংগাঁ রাজাকার ক্যাম্পের বিরুদ্ধে এবং সর্বশেষ অভিযান চালানো হয় ২ ডিসেম্বর। এ অভিযানে ভারত থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা শতাধিক মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক যোদ্ধা অংশ নেয়। মুক্তিযোদ্ধারা ক্যাপ্টেন ফোয়ামউদ্দিন, নূরুল হক মোল্লা, সোহরাব হোসেন ও আব্দুল জলিলের নেতৃত্বে চারটি গ্রুপ বিভক্ত হয়ে রাজাকার ক্যাম্প ঘিরে ফেলে। এতে মুক্তিযোদ্ধারা উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে এবং বিজয়ের দৃঢ় সংকল্প নিয়ে অংশ নেয়। ৫-৬ ঘন্টা প্রচণ্ড যুদ্ধের পর রাজাকাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই অভিযানে ১২৫-১৩০ রাজাকার গ্রেফতার করা হয়। তবে কয়েকজন রাজাকার আত্মসমর্পণের পূর্বে পালিয়ে যেতে সক্ষম হয়। বন্দিদেরকে তেরখাদা খাদ্য গুদাম ও ডাকবাংলোয় আটকিয়ে রাখা হয় এবং স্বাধীনতার পর খুলনা কারাগারে পাঠানো হয়। এভাবে তেরখাদা মুক্ত করে মুক্তিযোদ্ধারা এখানকার প্রাশাসনিক দায়িত্ব গ্রহণ করে। তারা এলাকার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি গ্রুপ রেখে অবশিষ্ট মুক্তিযোদ্ধারা বোরহানউদ্দিন মাস্টার, ক্যাপ্টেন ফোয়াম উদ্দিন, নূরুল হক মোল্লা প্রমুখের নেতৃত্বে খুলনা শহর দখলের উদ্দেশ্যে যাত্রা করে।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!