You dont have javascript enabled! Please enable it! 1971.11.21 |কহেড়া অ্যাম্বুশ, ময়মনসিংহ - সংগ্রামের নোটবুক

কহেড়া অ্যাম্বুশ, ময়মনসিংহ

কহেড়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার অন্তর্গত একটি গ্রাম। গ্রামটির অবস্থান গৌরীপুর ময়মনসিংহ প্রধান রাস্তার পাশে। ময়মনসিংহ থেকে গৌরীপুর থানা সদরে দূরত্ব। ১০/১৩ কিলোমিটার। অবস্থানগত কারণে গৌরীপুর গুরুত্বপূর্ণ এলাকা বলে বিবেচিত ছিল। গৌরীপুরে রাজাকার ও মিলিশিয়া বাহিনীর সদস্যদের অবস্থান ছিল। ময়মনসিংহ –গৌরীপুরে পথে পাকবাহিনীর পাশাপাশি পুলিশ, মিলিশিয়া এবং রাজাকার বাহিনী নিয়মিত টহল দিত।
২১ শে নভেম্বর মুক্তিবাহিনী কাহেড়া নামক স্থানে টহলরত পুলসিহ ও রাজাকার বাহিনীর উপর আক্রমণ করে। মুক্তিবাহিনী এই আকস্মিক আক্রমণে ৫ জন রাজাকার নিহত হয়। অন্য পুলিশ ও রাজাকাররা পালিয়ে যায়। এই আক্রমণে রাজাকারদের কয়েকটি রাইফেল মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলে নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, তোফাজ্জেল হোসেন চুন্ন আব্দুল হাকিম, শামসুল হক, নূরুল ইসলাম, আবুল হাসিম, আবদুর রশিদ, জাবেদ আলী, হাছেন আলী, আবদুস সালাম, তালুকদার। তোতা মিয়া, আবদুর রহিম, গিয়াস উদ্দিন। আব্দুল খালেক, আবু সিদ্দিক, আমজাদ হোসেন প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত