You dont have javascript enabled! Please enable it!

কাকডাঙ্গা ও বলিয়াডাঙ্গার যুদ্ধ

১৭ সেপ্টেম্বর থেকে ৫/৬ দিন ধরে ৮নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে কাকডাঙ্গা ও বালিয়াডাঙ্গা পাক সেনাদের সাথে তুমুল সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে অংশগ্রহণ করেন সুবেদার তবারউল্যাহ, সুবেদার আব্দুল ওদুদ, সুবেদার আব্দুল মালেক, কমান্ডার মোসলেমউদ্দীন, কমান্ডার আব্দুল গফফার ও কমান্ডার আবু বক্কর সিদ্দিকীসহ প্রায় চার শত মুক্তিযোদ্ধা। এই যুদ্ধে ৫/৬ জন শহীদ হন। সুবেদার তবারকুউল্যাহ জীবিত অবস্থায় খান সেনাদের হাতে ধরা পড়েন। তবে এ যুদ্ধে পাক পক্ষে প্রায় তিন শ’ সেনা ও রাজাকার নিহত হয়। তারা পিছু হটে কলারোয়া ও দমদম পুলের মুখে তাদের শক্ত ঘাঁটিতে আশ্রয় নেয়।
[১২১] শেখ আমানুল্লাহ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!