কাকনার যুদ্ধ, মানিকগঞ্জ
১৯৭১ সালের ১১ অক্টোবর ফিল্ড কমান্ড নায়েব সুবেদার খন্দকার আবু তাহের, মানিকগঞ্জ এলাকার ১৬ টি কোম্পানীর কমান্ডারদের তাদের নিজ নিজ কোম্পানীর মুক্তিযোদ্ধাদের কাকনা গ্রামের পার্শ্ববর্তী গ্রামগুলোতে অবস্থান নেয়ার নির্দেশ দেন। মুক্তিযোদ্ধাদের অবস্থানের সংবাদ পেয়ে ১২ অক্টোবর ভোর পাঁচটায় পাকবাহিনী, আহলাদ খাঁ কোম্পানির ২নং প্লাটুনের কমান্ডার সিরাজুল ইসলাম খানের মুক্তিযোদ্ধাদের আক্রমণ করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা আক্রমণ করে। যুদ্ধের বিপদ সংকেত পাওয়ার সাথে সাথে ঐ এলাকায় অবস্থানরত সকল কোম্পানি কমান্ডারদের নির্দেশ মুক্তিযোদ্ধারা ফায়ারিং শুরু করে। অবস্থা বেগিতিক দেখে পাকসেনারা গানবোটে করে দৌলতপুর থানা সদরে চলে যায়। কাকনার যুদ্ধে ২ জন পাকসেনা অ বাতেন বাহিনীর ১জন মুক্তিযোদ্ধা নিহত হয়। কাকনার যুদ্ধের নেতৃত্বে ছিলেন নায়েক সুবেদার খন্দকার আবু তাহের (ফিল্ড কমান্ড।) সহকারি ফিল্ড কমান্ডে ছিলেন নায়েক আলমগীর ভূঁইয়া। কোম্পানির কমান্ডারগণ ছিলেন নায়েক আজহারুল ইসলাম, নায়েক আব্দুস সামাদ, নায়েক খন্দকার আব্দুল বারী, নায়েক মহিদুর রহমান, নায়েক ফরহাদ হোসেন, নায়েক হেলাল উদ্দিন, নায়েক মোঃ মমরেজ উদ্দিন, নায়েক মীর ওছার হোসেন, নায়েক মোঃ ওয়াজেদ আলী খান, নায়েক হুমায়ূন, নায়েক আওলাদ, মোঃ ইনতাজ আলী, নায়েক সামছুল আলম, মোঃ তোফাজ্জেল হোসেন (মৃত), মোঃ কাইউম খান।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত