করটিয়ার যুদ্ধ, টাঙ্গাইল
করটিয়া পাকসেনাদের ছাউনি ছিল। জমিদারদের কেউ কেউ পাকসেনাদের সাহায্য সহযোগিতা করত। কাদের সিদ্দিকীর নেতৃত্ব একদল মুক্তিযোদ্ধা করটিয়া অভিযানে যায়। মটরা থেকে করাতিপাড়া পর্যন্ত বিনা বাধায় এগিয়ে যায়। করাতিপাড়া মাদারজনির ভিতর দিয়ে করটিয়ার কাছাকাছি অবস্থান নেয়। কাদের সিদ্দিকীর ২ ইঞ্চি মটারের গোলা ও মুক্তিযোদ্ধাদের বিরামহীন গুলিতে শত্রু সেনারা করটিয়া থেকে পালিয়ে বাংড়া ও পুংলিতে আশ্রয় নেয়। বিনা যুদ্ধেই করটিয়া হস্তগত হয়। শতাধিক অস্ত্র ও একশত চল্লিশজন রাজাকার আত্মসমর্পণ করে।
[৬২২] কে.এম আবদুস সালাম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত