করামত নগর চা বাগান অপারেশন, বড়লেখা, সিলেট
বড়লেখার করামত নগর চা বাগানে পাক হানাদারদের ক্যাম্প মুক্তিযোদ্ধাদের প্রায়শ বেকায়দায় ফেলত। অরণ্যবেষ্টিত পাহাড়ি অঞ্চলে মুক্তিযোদ্ধাদের একচ্ছত্র বলয় তৈরিতে এ ক্যাম্প বাঁধা হয়ে দাঁড়ায়। এ ক্যাম্প থেকে প্রায়ই বার পুঞ্জি ক্যাম্পের দিকে পাক হানাদারদের গুলি বর্ষণ করত। মুক্তিযোদ্ধারা এ ক্যাম্পে অপারেশন পরিকল্পনা নিলেন। মাইন পোতা হলো ক্যাম্পের রাস্তায়। অকুতোভয় মুক্তিযোদ্ধা মস্তকিন আলী, সিরাজ উদ্দিন, সিদ্দেক আলী সহ আরো অনেক এ অপারেশন অংশ নেন। মুক্তিযোদ্ধাদের মাইন বিস্ফোরোণে গুঁড়িয়ে যায় পাক সেনাদের একটি ট্রাক্টর। কয়েকজন পাকসেনা হতাহত হয়।
[৯৩] মোস্তফা সেলিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত