কলাগাছিয়া গানবোট অপারেশন, নারায়ণগঞ্জ
ডিসেম্বর মাসের প্রথম দিকে বুধবার সকাল ১০টায় কলাগাছিয়া আবুবকর সিদ্দিকের (আক্কা হাজী) বাড়িতে মুক্তিযোদ্ধাদের একটি সভা ছিল। এই সভায় প্রায় দুশো মুক্তিযোদ্ধা উপস্থিত হন। মোঃ সেলিমের নেতৃত্ব সহমুক্তিযোদ্ধারা তাদের ঘাঁটি কলাগাছিয়া ইউনিয়নের সাবাদি বাজার থেকে পায়ে হেটে কলাগাছিয়া বাজারে আসেন। সহমুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন নুরু ইসলাম, দীন ইসলাম বাদশা, সিরাজ, সিদ্দিকুর রহমান, মোঃ শফি উদ্দিন, দীন মোহাম্মদ, শাহেন শা, আবু সিদ্দিক, আবু রব, সিরাজুল ইসলাম, আনোয়ার, সেরাজুল, মোঃ হোসেন রোকন প্রমুখ। এছাড়াও কমলের গ্রুপের ১০/১২ জন মুক্তিযোদ্ধাসহ আরো অনেক মুক্তিযোদ্ধা সভায় যোগ দেন। আবুবকর সিদ্দিকের বাড়িটি ছিল শীতলক্ষ্যা নদীর পাড়ে। হঠাৎ মুক্তিযোদ্ধারা দেখতে পান তিনটি গানবোট তীরের দিকে ছুটে আসছে। গানবোট ভর্তি পাকআর্মি। মুক্তিযোদ্ধারা বুঝতে পারছিলেন যেন, পাকবাহিনী তাঁদের উপর আক্রমণ হানবে। এ দৃশ্য দেখা মাত্র মুক্তিযোদ্ধারা সতর্ক হয়ে যান। দ্রুত পজিশন নিয়ে নেন। আড়াই/তিন ঘন্টা পাক আর্মিদের সঙ্গে তাঁদের যুদ্ধ হয়। এমন সময় ভারতীয় বোমারু বিমান আকাশে দেখা যায়। ভারতীয় সৈন্যরা এক ঝটিকায় পাকিস্তানী গানবোটে বোম্বিং করে গান বোট ডুবিয়ে দেয়। পাকিস্তানী সৈন্যরা তখন প্রাণ বাঁচানোর জন্য সাঁতরিয়ে নদীর তীরে উঠলে মুক্তিযোদ্ধারা গুলি ও বেয়নেট চার্জ করে। এতে অনেক পাকসৈন্য নিহত হয়। যে পাকসৈন্যরা সাঁতার জানত না তারা নদীতে ডুবে মারা যায়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত