You dont have javascript enabled! Please enable it! 1971.04.06 | দিল্লিস্থ পাক দুতাবাসের দুই কর্মকর্তার পক্ষ ত্যাগ - সংগ্রামের নোটবুক

৬ এপ্রিল ১৯৭১ঃ দিল্লিস্থ পাক দুতাবাসের দুই কর্মকর্তার পক্ষ ত্যাগ

ভারতে পাক দুতাবাসের দুই বাঙ্গালী কর্মকর্তা ২য় সেক্রেটারি সিহাব উদ্দিন ও সহকারী প্রেস এটাচে আমজাদুল হক পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
নোটঃ ২০ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন।