You dont have javascript enabled! Please enable it!

কল্যাণদীর যুদ্ধ, গাজীপুর

গাজীপুর বন্দর থানার একটি গ্রাম কল্যাণদী। নারায়ণগঞ্জের মুসলীম লীগের নেতা ও বন্দর থানার শান্তি কমিটির আহবায়ক মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৯৭১ সালের ৫ ডিসেম্বর এক প্লাটুন পাক-সৈন্য কল্যাণদী গ্রাম হামলা করে এবং সারা গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গ্রামবাসীদের সহায়তায় এ এলাকার মুক্তিযোদ্ধারা পাকিস্তানী সৈন্যদের মোকাবেলা করে। পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় ৭ ঘন্টা যুদ্ধ হয়। পাকিস্তানীদের ভারী অস্ত্রের মুখে প্রাণপণ যুদ্ধ করেও শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে ১৭ জন গ্রামবাসী সাহয্য করতে গিয়ে প্রাণ হারায়। কল্যাণদীর যুদ্ধে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের নেতৃত্বে সাহাবুদ্ধিন খাঁন সবুজ, জিকে বাবুল, দুলাল, কাজী ইসহাক, মোজাম্মেল, সামছুদ্দিন, মিয়া সাহাবুদ্দিন, হাতেম, খসরু, কুতুবউদ্দিন, আলী হোসেন, আমান, টুক্কু, মোঃ সেলিম, মোশারফ খান, আজাদ, নূরুল হক, গফুর খান, সফিউদ্দিন, দিল মোহাম্মদ, দীন ইসলাম, এইচ এ ছিদ্দিকী, বরকত উল্ল্যা, হাবিবুর রহমান, মোতাব্বের হোসেন, মনির, মফিজ, নাছির, নাছিউল্লা, ওয়াদুদ, জাব্বার, আজিরুর রহমান, বাবু, সানী, জালালা উদ্দিন রুমী, আলী আজগার, শওকত, ছিদ্দিক, আবুল হাসেম, কাশে, গিয়াস উদ্দিন গেসু, নুরুজ্জামান, আঃ আজিজ, লিয়াকত হোসেন, আতাউর, মতিন, বাতেন প্রমুখ মুক্তিযোদ্ধাসহ মোট প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!