You dont have javascript enabled! Please enable it! 1971.04.06 | পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশের ব্যাপারে পাকিস্তানের অভিযোগ - সংগ্রামের নোটবুক

৬ এপ্রিল ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশের ব্যাপারে পাকিস্তানের অভিযোগ

এক সরকারী হ্যান্ড আউট এ বলা হয়েছে ভারতের অস্বীকৃতি সত্ত্বেও বিপুল সংখ্যক ভারতীয় পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশ করছে। অপর আরেকটি হ্যান্ড আউট এ সিলেট সীমান্তে ভারতের করিমগঞ্জ থেকে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগ করা হয়েছে। এক সরকারী প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার সৈয়দ আসগর হাসানকে (৫ ও ৬ নং সেক্টরের ৫-চট্টগ্রাম পোর্ট এলাকা, ৬- চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম) সেক্টরের সামরিক আইন প্রশাসক করা হয়। আগে ৫নং সেক্টরে কমোডোর মমতাজ ৫ নং সেক্টরে বাঙ্গালী ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার (এমআর মজুমদার) সামরিক আইন প্রশাসক ছিলেন।