কদমতলীর মোড়ে পাকসেনা বাংকার গ্রেনেড নিক্ষেপ, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের কদমতলীর মোড়ে পাকবাহিনীর একটি বাঙ্কার ছিল। এফ গ্রুপ-১৭ এর মুক্তিযোদ্ধা হাফেজ ও তার ভাই শফি ১৪ আগস্ট ওখানে হামলার পরিকল্পনা করেন। হাফেজ মসজিদের পেছন দিক থেকে দস্তগীর বাড়ির সামনে আসেন। ৫০ গজ দূরের বাঙ্কারে তারা সামনে এগিয়ে গিয়ে গ্রেনেড নিক্ষেপ করেন। কিন্তু গ্রেনেডটী অভ্যন্তরে প্রবেশ করেনি ফলে অভিযান সফল হয় নি।
[৫৯৭] কে.এন.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত