You dont have javascript enabled! Please enable it!

কবিরহাট যুদ্ধ, নোয়খালী

বর্তমানে নোয়াখালী কবিরহাট পৌরসভা, এখানে নভেম্বর মাসের শেষের দিকে রফিক কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ হয়। ৪/৫ ঘন্টা যুদ্ধ চলে। এ রাজাকার ক্যাম্পে রাজাকার ছিল ৪০ জনের মতো। আর মুক্তিযোদ্ধা ছিলেন ৬০/৭০ জনের মতো। এখানে রাজাকার কমান্ডার জসিমসহ তিনজন রাজাকার মারা যায় এবং এখানে মুক্তিযোদ্ধাদের পক্ষে কেউই আহত হয়নি। এরই সঙ্গে লুৎফুর রহমান লুতুর নেতৃত্বে বজরা রাজাকারক ক্যাম্প আক্রমণ করা হয় এবং ৪/৫ জন রাজাকারকে মারা হয়
[৪৪] জোবাইদা নাসরীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত