উত্তর বুড়দেও-এর যুদ্ধ, সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ সদরের পশ্চিম দিকে নিকতবর্তী একটি গ্রাম উত্তর বুড়দেও। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ৪০ জন মুক্তিযোদ্ধার একটি দল গঠন করে এই গ্রামের পাকিস্তানীদের শায়েস্তা করার জন্য। এই দলের নেতৃর্ব দেন কোম্পানি কমান্ডার মাহবুবুল হক। তার নির্দেশে আক্রমণ করে মুক্তিবাহিনী পশ্চিম দিকে থেকে। প্রায় দেড় ঘন্টা যুদ্ধের শত্রুরা টিকতে না পেরে পিছু হটাতে বাধ্য হয়। কিন্তু এই যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন যার নাম জানা যায়নি।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত