এম.এ জলিল, মেজর
মুক্তিযুদ্ধে বরিশাল, পটুয়াখালী ও খুলনা জেলা নিয়ে গঠিত ৯নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম.এ. জলিল। এপ্রিল মাসে তিনি সুন্দরবনের কাছাকাছি ভারতের ‘হিংশুলগঞ্জ সীমান্ত ফাঁড়ি দিয়ে ইস্টার্ন কমান্ড হেড কোয়ার্টারে যান এবং সেখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ যুদ্ধ শুরু করেন। এছাড়া ৮ নং সেক্টরের কমান্ডার মেজর ওসমান তাঁকে গোলাবারুদ ও অস্ত্র দিয়ে সাহায্য করেন। যুদ্ধের পর নবগঠিত জাসদের সহ-সভাপতি হিসেবে মেজর জলিলের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৮৪ সালের নভেম্বর তিনি জাসদ থেকে পদত্যাগ করে ইসলামী ভাবধারার রাজনৈতিক দল ‘জাতীয় মুক্তি আন্দোলন’ গড়ে তলেন। ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পরলোক গমন করেন তিনি।
[৫৪] আশরাফ কায়সার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত