এম.এ.মঞ্জুর, মেজর জেনারেল, বীর উত্তম
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে আগস্ট মাসে কুষ্টিয়া, যশোর ও ফরিদপুর জেলা নিয়ে গঠিত ৮ নং সেক্টরের কমান্ডার দায়িত্ব পালন করেন মেজর এম.এ. মঞ্জুর। তার সঙ্গে একই সাথে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাকিস্তান থেকে পালিয়ে আসেন মেজর তাহের ‘(৭৬ এ ফাঁসিতে আত্মদান, মেজর জিয়াউদ্দিন (পরবর্তীতে সর্বহারা পার্টির নেতা) ও অন্য কয়েকজন অফিসার। ৮ নং সেক্টরের দায়িত্ব গ্রহণের পর মঞ্জুর যুদ্ধ কৌশল ও নিয়মিত বাহিনীর নতুন বিন্যাস আনেন এবং গেরিলা যুদ্ধের প্রতি নির্ভরতার লক্ষ্যে গণবাহিনীকে রাজনৈতিকভাবে শিক্ষিত করে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করেন। ১৯৮১ সালের জুন মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রামে ব্যর্থ সামরিক অভ্যুত্থআনের প্রচেষ্টা নেয়ার পর পার্বত্য চট্টগ্রামে নিহত হন মেজর জেনারেল এম. এ. মঞ্জুর
[৫৪] আশরাফ কায়সার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত