এলাসিন ঘাটের যুদ্ধ, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অন্তর্গত ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত এলাসিন খেয়া ঘাট। খেয়া ঘাটটি লোক পারাপারের জন্য ব্যবহৃত হওয়ায় পুলিশসহ স্থানীয় জনগণ নিয়মিত পারাপার হতো। দেলুদুয়ার থানার কিছু অবাঙালি পুলিশ প্রাইয় এই খেয়াঘাটে বসে নানারকম খবরদারী করতো। মুক্তিযোদ্ধার এঁদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা করে।
অক্টোবর মাসের শেষের দিকে মুক্তিযোদ্ধারা একদিন পুলিশের উপর অতর্কিত আক্রমণ চালায়। এ আক্রমণে দু’জন অবাঙালী পুলিশ মারা যায় এবং বাকী পুলিশ পলায়ন করে। মুক্তিযোদ্ধাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত