এলেঙ্গার যুদ্ধ, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা সদর হতে উত্তরে কালিহাতি থানার মাঝপথে এলেঙ্গা নামক গুরুত্বপূর্ণ স্থানটি অবস্থিত। বর্তমানে যমুনা সেতু চালু হওয়ার এলেঙ্গা উত্তরাঞ্চল ও কালিহাতিগামী রাস্তা দু’টির ওয়াই জংশনে পরিণত হয়েছে। একাত্তরেও নদী বন্দর হিসেবে স্থানটি বেশ গুরুত্ব পেত। বিশেষ করে যমুনা নদীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের পণ্য ও লোকজন এখান থেকেই পারাপার হতো। তাই এখানে রাজাকারদের সমন্বয়ে একটি ক্যাম্প স্থাপন করা হয়। মুক্তিযোদ্ধারা এই ক্যাম্পটি ধ্বংস করার জন্য আক্রমণের পরিকল্পনা নেয়।
নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের একরাতে এলেঙ্গার রাজাকার ক্যাম্পটি মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের এই দলে ছিল আব্দুল হাই। আহম্মদ আলী, আ. রহিম, ইব্রাহিম, ও নায়ব আলী। আক্রমণে দুইজন রাজাকার নিহ হওয়ার খবর পাওয়া যায়। কিন্তু মুক্তিযোদ্ধাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত