ইসলামপুর যুদ্ধ, চাঁপাইনবাবগঞ্জ
গোদাগাড়ী থানার পশ্চিমে নবাবগঞ্জ থানার দক্ষিণে ভারতীয় সীমান্তের কাছে পদ্মা নদীর তীরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প থেকে এই ক্যাম্পের উত্তরে অবস্থিত পাক বাহিনীর ইসলামপুর ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। অনারারী লেফটেন্যান্ট বদিউজ্জামান টুনুর নেতৃত্বে সুবেদার মনোয়ারের অধীনে একটি দল দক্ষিণ দিক থেকে ও নায়েব সুবেদার হাসেমের অধীনে আর একটি দল ভোর রাত ৪টায় আক্রমণ শুরু করে। প্রথমে আক্রমণে শত্রুপক্ষে দিশেহারা হয়ে পড়েল পরে পাল্টাপাল্টি আঘাতে পাক সেনাদের মেশিনগানের গোলা বর্ষনে টিকতে না পেরে প্রায় বিজয় মুহূর্তে মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে ফিরে আসে। এ যুদ্ধে শত্রু পক্ষের ব্যাপক ক্ষতি সাধন হয় এবং ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
[৫৮৭] মোঃ রবিউল ইসলাম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত