ইসালিয়া সেতু আক্রমণ, হবিগঞ্জ
চুনারুঘাট থানা সদর হতে একটি সড়ক পূর্ব দিকে গাজীপুর বাজার হতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা বাল্লায় মিলিত হয়েছে। এই রাস্তা পাকিস্তানী বাহিনী চুনারুঘাট হতে প্রতিদিন গাজীপুর ও বাল্লা আসত। রাস্তাটির ইসালিয়া সেতুটি ধ্বংস করতে পারলে বাল্লা সীমান্ত পর্যন্ত পাকবাহিনীর যোগাযোগ বিঘ্নিত হবে। তাই সেপ্টেম্বরের ৭ তারিখে মুক্তিবাহিনীর ২১ সদস্যের একটি গ্রুপ ইপিআর সুবেদার সামছুল হুদার নেতৃত্বে ইসিলায়া অভিমুখে রওনা হয়। সহ অধিনায়ক ছিলেন ফয়সাল আহমদ চৌধুরী ও সুবেদার এস এম চৌধুরী। শক্তিশালী ডিনামাইট দিয়ে রাত দুটোর সময় সেতুটি ধ্বংস করে। ডিনামাইট দিয়ে সেতুটি ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবদুল লতিফ, আবদুর রহমান, আবদুল লতিফ (২), কাজী গোলাম মরতুজ, আবুল হোসেন, মানিক মিয়া এবং আবদুল মালিক প্রমুখ মুক্তিযোদ্ধা।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত