ঈশ্বরদী থানা-আই কে সড়ক অ্যাম্বুশ, পাবনা
ঈশ্বরদী থানা পাবনা জেলার পূর্বে অবস্থিত। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা স্থানীয় লোক মারফত জানাতে পারে যে, পাকসেনারা পাংশা থেকে নদী পার হয়ে ঈশ্বরদী যাবে। এই তথ্যের উপর ভিত্তি করে মুক্তিযোদ্ধারা তাঁদের অ্যাম্বুশ করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ১১ ডিসেম্বর সকাল থেকে মুক্তিযোদ্ধারা আইকে সড়কের উভয় পাশে অ্যাম্বুশ পেতে পাকসেনাদের অপেক্ষায় থকে। তাঁরা আই কে সড়কের তিনটি স্থানে অ্যাম্বুশ পাতে। স্থান তিনটি হলো চর সাহারপুর, জয়নগর এবং সাইকগাড়ী। পাকসেনারা পাংশা থেকে নদী পার হয়ে ঈশ্বরদী অভিমুখে যাত্রা করে। পথিমধ্যে তারা প্রথম চরসাহাপুর ও জয়নগরে মুক্তিযোদ্ধাদের অ্যাম্বুশে পড়ে এতে তাঁদের প্রথম তিনজন ও পরে পাঁচজন পাকসেনা নিহত হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা সেলিম, মোস্তফা এবং ইস্রাফিল ও নূরমোহাম্মদ শহীদ হন। এরপর পাকসেনারা এক মাইল দূরে অবস্থানরত পাকসেনাদের সহায়তায় একযোগে সাইকগাড়ীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতিআক্রমণে যুদ্ধে লিপ্ত হয়। এ যুদ্ধে ৭ জন পাকসেনা নিহত হয় এবং মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও কফিল উদ্দিন শহীদ হন।
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত