উকসা বিওপি যুদ্ধ, ৯ নং সেক্টর
ক্যাপ্টেন হুদা হিঙ্গলগঞ্জে ঘাঁটি স্থাপনের কিছুদিনের মধ্যেই উকসা বিওপি দখল করে তাঁর ঘাঁটি তথায় স্থাপন করলেন। আগস্ট মাসের শেষের দিকে পাক সেনারা মুক্তিবাহিনীর অবস্থান উকসা আক্রমণ করে। ৩০ আগস্ট উকসা- গোবিন্দপুরে মুক্তিবাহিনীর শক্তিশালী ঘাঁটির উপর প্রায় ৪০০ পাকসেনা আক্রমণ চালালে তুমুল যুদ্ধ শুরু হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যুদ্ধ চলে। মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ ঘন্টা যুদ্ধের পর শত্রুসেনাদের তাড়িয়ে দিতে সক্ষম হয়। এখানে যুদ্ধে ৮ জন পাকিস্তানী নিহত এবং বেশ কিছু সৈন্য আহত হয়। পরে জানা গেছে, পাক মেজর গুরুতর আহত হলে সৈন্যরা পালিয়ে যায়।
[৩৬] ওবায়দুর রহমান মোস্তফা
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত