উখিয়া থানা দখল অভিযান, কক্সবাজার
চট্টগ্রাম জেলার কক্সবাজারের উখিয়া থানায় রাজাকারদের উৎপাত ছিল, তাই মুক্তিযুদ্ধ উখিয়া থানা আক্রমণের সিদ্ধান্ত নেন। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদারা হাবিলদার সোবাহানের নেতৃত্বে উখিয়া থানার দিকে যাত্রা শুরু করেন। ৩৬ জন মুক্তিযোদ্ধা কয়েকটি ভাগে ভাগ হয়ে যান। ১ম দলে হাবিলদার সোবহান, ২য় দলে হাবিলদার আব্দুল জলিল সাথে ৮ জন, অপারেশন কভার করবে। এ্যাকশন গ্রুপ ২টি, নায়েক ফায়েজ আহমেদ ও নায়েক আব্দুল কাদের এর নেতৃত্বে দেওয়া হয়। সিপাহী রেজাউল করিম নেতৃত্ব দেন পর্যবেক্ষণ ও সহযোগিতা করার জন্য। থানা এলাকাকে উত্তর-পশ্চিম ও পশ্চিম দিক থেকে ২০০ গজ রেখে কর্ডন করে ফেলা হয়। সিদ্ধান্ত হয় যে, আক্রমণের চাইতে কম ক্ষয়ক্ষতিতে থানা দখল করা হবে। মুক্তিযোদ্ধারা চারদিক ঘিরে, থানার পুলিশকে আত্মসমর্পণের নির্দেশ দেন, এবং নিশ্চয়তা দেওয়া হয় যে আত্মসমর্পণ করলে নিরাপত্তা দেওয়া হবে। এভাবে সহজে উখিয়া থানা দখল করে নেন মুক্তিযোদ্ধারা, সাথে ৮৭ টি রাইফেলও উদ্ধার করা হয়। তখনই উখিয়াকে মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত